তুলাসার ইউনিয়ন পরিষদ |
সাংগঠনিক কাঠামো |
প্রতিটি ইউনিয়ন পরিষদে ০১ জন চেয়ারম্যান, ০৯ ওয়ার্ডে ০৯ জন ওয়ার্ড সদস্য ও সাবেক ০৩ টি ওয়ার্ডে ০৩ জন সংরক্ষিত মহিলা সদস্যা সরাসরি সংশিস্নষ্ট ভোটার এলাকার ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে পরিষদ গঠিত হয়ে থাকে। নির্বাচিত সদস্য ছাড়াও ০১ জন সচিব, এবং ০১ জন হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর, ০১ জন দফাদার ও ০৯ জন মহলস্নাদার (গ্রাম পুলিশ) ইউনিয়ন পরিষদের নিজস্ব কর্মচারী হিসেবে কাজ করেন।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস